কলকাতা 

টাকা দিয়ে দল ভাঙানোর চেষ্টা চলছে মমতার বিস্ফোরক অভিযোগের পর পাল্টা অধীর “ টাকা দিয়ে , প্রশাসনকে কাজে লাগিয়ে অন্যের দল ভাঙিয়েছেন এবার তাঁরা বেশি টাকার অফার পেলে থাকবে কেন? ”

শেয়ার করুন
  • 77
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সোমবার দলের কোর কমিটির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি দল এক সময়ের তাঁর ঘনিষ্ঠ সহকর্মী মুকুল রায়ের নাম না করে গদ্দার বলে কটাক্ষ করেন । সেই সঙ্গে তিনি বলেন , টাকা দিয়ে আমাদের দলের জনপ্রতিনিধিদের কেনার চেষ্টা চলছে । বিজেপি নাকি ট্রেনে করে টাকা আনছে আর সেই টাকায় দল ভাঙানোর চেষ্টা করছেন এক গদ্দার । তৃণমূল নেত্রীর এই বিস্ফোরক মন্তব্যে রাজ্য রাজনীতি চাঞ্চল্য দেখা দিয়েছে ।

এ প্রসঙ্গে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ও সাংসদ অধীর রঞ্জন চৌধুরি সাংবাদিকদের বলেন ,দিদি এক সময় টাকা দিয়ে, পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে বিরোধী দল ভাঙিয়ে তৃণমূলে লোক বাড়িয়েছেন। সেই নেতা আরও বড় টাকার অফার পেলে তো দল ছাড়তেই পারে! মতাদর্শহীন কোনও দলের এটাই অবধারিত পরিণতি। হুমকি, হুঁশিয়ারি দিয়েও তা কত দিন ঠেকাবেন তিনি!”

Advertisement

 


শেয়ার করুন
  • 77
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

thirteen − 9 =