কলকাতা 

বসন্তে অকাল কালবৈশাখীতে কলকাতা সহ দক্ষিণবঙ্গ বিপর্যস্ত ; মৃত ৪

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বছরের প্রথম অকাল কাল বৈশাখীর প্রভাবে সমগ্র কলকাতা সহ রাজ্যের জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ে ।  গাছ পড়েছে শহরের বিভিন্ন জায়গায়। বন্ধ হয়ে গিয়েছে রাস্তা। ক্ষতিগ্রস্ত সরস মেলার প্রাঙ্গণ। এই হল মরশুমের প্রথম কালবৈশাখীর পর কলকাতার সামগ্রিক চিত্র।

সোমবার ভোর চারটে নাগাদ কলকাতার বুকে আছড়ে পড়ে মরশুমের প্রথম কালবৈশাখী। মুহুর্মুহু বজ্রপাত এবং ঝড়ের তাণ্ডবে ঘুম ভেঙে যায় শহরের অধিকাংশ বাসিন্দার। ঝড়ের সঙ্গে পাল্লা দিয়ে শুরু হয় প্রবল বৃষ্টি। উত্তর শহরতলির কিছু অঞ্চলে শিলাবৃষ্টিও হয়েছে।পশ্চিমী ঝঞ্ঝার এবং জলীয় বাষ্পের মিশেলে রবিবার রাত থেকেই যে দক্ষিণবঙ্গের আবহাওয়া খারাপ হবে, সেই পূর্বাভাস আগেই দিয়েছিল বাংলার জনরব । সেই পূর্বাভাসকে সত্যিই করে ঝড় আছড়ে পড়ে কলকাতায়। তার অনেক আগে থেকেই অবশ্য দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল ঝড়বৃষ্টি পেয়েছে।

Advertisement

ঝড়ের দাপটে সর্বনিম্ন পারদ নেমেছে অনেকটাই। কলকাতায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রি। সকাল সাড়ে আটটা পর্যন্ত বৃষ্টি হয়েছে ১৯ মিমি। দমদমে বৃষ্টি হয়েছে ৪৫ মিমি। এই ঝড়ে রাজ্যের বিভিন্ন জায়গায় গাছ পড়ে যায় । ঘরের চাল উড়ে যায় । বাজপড়ে রাজ্যের চার জন মানুষ মারা যায়।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

10 + 20 =