দেশ 

সেনা জঙ্গির গুলির লড়াইয়ে খতম তিন জঙ্গি , নিহত কাশ্মীর পুলিশের ডিএসপি , আহত মেজর সহ দুই

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আজ রবিবার সকাল থেকে জম্মুকাশ্মীরের কুলগাম জেলার তারিগ্রামে সেনাজঙ্গিদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। দুপক্ষের মধ্যে ব্যাপক লড়াইয়ে তিন জইশ জঙ্গিকে খতম করতে সক্ষম হয়েছে সেনা বাহিনী।

তবে দুঃখের বিষয় জঙ্গিদের ছোঁড়া গুলিতে কাশ্মীর পুলিশের ডিএসপি শহিদ হয়েছেন বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, ভারতীয় সেনার একজন মেজর সহ দুই জওয়ানও গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

জইশের তিন জঙ্গিকে খতম করা হলেও , এখনও বেশ কয়েকজন জইশ জঙ্গি এলাকায় লুকিয়ে রয়েছে বলে মনে করছে পুলিশ এবং সেনাবাহিনীর আধিকারিকরা। আর তাদের খোঁজে শুরু হয়েছে জোর তল্লাশি অভিযান। পুরো এলাকা ঘিরে ধরে চলছে এই অভিযান। প্রসঙ্গত, গত কয়েকদিন আগে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটেছে কাশ্মীরের পুলওয়ামাতে। সেই ঘটনায় গোটা দেশ গর্জে উঠেছে। বদলা নেওয়ার দাবিতে ফুঁসছে দেশবাসী। এরই মধ্যে ফের জঙ্গি হামলা ভারতে। আজ রবিবার দুপুর থেকে শ্রীনগরে শুরু হয়েছে সেনাজঙ্গি গুলির লড়াই।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two × 1 =