দেশ 

পুলওয়ামা হামলার ঘটনার পরই কাশ্মীর জুড়ে ধরপাকড় ও তল্লাশি ; গ্রেফতার ১৫০ জন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : পুলওয়ামা হামলার ঘটনার পরই কাশ্মীর জুড়ে ধরপাকড় ও তল্লাশি শুরু করেছে জম্মু কাশ্মীর পুলিশ৷ মূলত বিচ্ছিন্নতাবাদী নেতা ও বিভিন্ন সন্দেহের তালিকায় থাকা সংগঠনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আটক করা হয়েছে এবং হচ্ছে ।

গত দুদিনে এই আটকের সংখ্যা দাঁড়িয়েছে ১৫০৷ আটকদের মধ্যে জামাত ই ইসলামি জম্মু কাশ্মীরের সদস্যরাই বেশি৷ এই গোষ্ঠীর প্রধান আবদুল হামিদ ফওয়াজকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে৷এদিকে গোটা কাশ্মীর এখন থমথমে৷ রবিবার শ্রীনগরের ৫টি থানা এলাকা জুড়ে জারি করা হয়েছে ১৪৪ ধারা৷ নৌহাট্টা, খানওয়ার, রাইনাওয়ারি, এমআর গঞ্জ ও সাফাকদাল থানা এলাকায় জারি হয়েছে ১৪৪ ধারা৷ বেশ কিছু এলাকায় টহল দিচ্ছে সেনা৷

Advertisement

অন্যদিকে, বিচ্ছিন্নতাবাদীদের ডাকা বনধে কার্যত শুনশান কাশ্মীরের ব্যস্ত এলাকাগুলি৷দোকান পাট, পেট্রেল পাম্প ও অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি বন্ধ রয়েছে৷ পুলিশ মোতায়েন করা হয়েছে রাস্তার মোড়গুলিতে৷ পুলিশ সূত্রে খবর, কিছু প্রাইভেট গাড়ি ছাড়া রাস্তায় নামেনি বাস বা অন্যান্য পরিবহণ৷

 

 

 

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

8 + eleven =