কলকাতা 

মুখ্যমন্ত্রীর নির্দেশে গুজব রুখতে নবান্নে চালু হল মনিটরিং সেল

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রাজ্য জুড়ে গুজবে সাধারন মানুষ অস্থির হয়ে পড়েছে বিভিন্ন জায়গায় এর জেরে গণপিটুনি হচ্ছে বলে সংবাদে প্রকাশ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন প্রশাসনকে কঠোর অবস্থান নিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশ মত এবার গুজব রুখতে এবার সোশ্যাল মিডিয়ায় কড়া নজরদারি শুরু করছে রাজ্য প্রশাসন বিতর্কিত পোস্ট করলেই নেওয়া হবে কড়া ব্যবস্থা৷ অপ্রীতিকর ঘটনা এড়াতে শনিবার থেকে নবান্নে চালু হল মনিটরিং সেল৷ রাজ্য পুলিশের দফতর থেকেও সরাসরি নজরদারি চালানো হবে।

গুজবের জেরে রাজ্যে একের পর এক অপ্রীতিকর ঘটনা ঘটছে। সম্প্রতি পুলওয়ামাকাণ্ডের পরে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে।সন্দেহের বশে নিরীহ মানুষকে মারধর করা হচ্ছে। জঙ্গি হামলার পর নদিয়ায় কাশ্মীরের এক শাল ব্যবসায়ীকে মারধর করা হয়। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগেই শক্ত হাতে সমস্যার মোকাবিলা করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার৷

Advertisement

কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী তাঁর প্রশাসনকে এব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন৷ এখনও পর্যন্ত এই ঘটনায় ৪০ জন গ্রেফতার হয়েছে৷

আজ শনিবার থেকেই নবান্নে এই মনিটরিং সেল কাজ শুরু করবে বলে জানা গেছে

 

 

 


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

one × 1 =