খেলা 

অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের কোচ হলেন জাস্টিন ল্যাঙ্গার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিজে নিউজ ডেস্কঃ অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ হলেন জাস্টিন ল্যাঙ্গার। অজিদের প্রাক্তন কোচ ডারেন লেম্যানের স্থলাভিষিক্ত হলেন তিনি। আপাতত চার বছরের জন্য তাঁকে অস্ট্রেলিয়া কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ২২ মে আনুষ্ঠানিকভাবে কোচের দায়িত্ব নেবেন এই প্রাক্তন অজি ওপেনার। তাঁর প্রশিক্ষণেই টিম অস্ট্রেলিয়া দুটি অ্যাশেজ সিরিজ, একটি বিশ্বকাপ ও একটি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে।

প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকা সফরকালে বল বিকৃতির জেরে প্রাক্তন অজি অধিনায়ক স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে এক বছরের জন্য নির্বাচিত করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। সেইসঙ্গে ন’মাসের জন্য নির্বাসিত করা হয়েছে অস্ট্রেলিয়ার তরুণ ক্রিকেটার ব্যানক্র্যাফ্টকেও। বল বিকৃতি কেলেঙ্কারীর জেরেই অস্ট্রেলিয়ার তৎকালীন কোচ ডারেন লেম্যান পদ থেকে সরে দাঁড়িয়ে ছিলেন। দলের এই কঠিন সময়েই হাল ধরলেন ৪৭ বছর বয়সী এই অজি প্রাক্তন ওপেনার। দলের কোচ হয়ে আগামী দিনে স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের দলে ফেরার সম্ভাবনা জিইয়ে রেখেছেন তিনি। বলেন যা ঘটেছে, তা থেকে শিক্ষা নিতে হবে। ওরা খুবই ভালো ছেলে। ওদেরকে এমন ভুল করতে দেখাটা খুবই বিস্ময়কর। তবে ভুল সবাই করে। ওদেরকে এক্ষেত্রে যদি সহযোগিতা করতে পারি, এবং ওরা দলের উপযুক্ত হলে, অবশ্যই দলে স্বাগত জানানো হবে।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

14 − 13 =