দেশ 

পুলওয়ামা কান্ডের জেরে পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে তিন নদীর জল বন্ধ করে দিল কেন্দ্র ; বিন্দু বিন্দু জলের জন্য হা-হুতাশ করবে পাকিস্তানকে চরম বার্তা গড়কড়ির

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : পুলওয়ামা কান্ডের জেরে পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার লক্ষ্যে তিনটি নদীর জল বন্ধ করে দিল ভারত । এতদিন পাকিস্তানকে এই সব নদীর জল বিনা শর্তে দিয়ে দিয়ে আসছিল ভারত। তা বন্ধ করা হল বলে ঘোষণা করল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। প্রসঙ্গত, উরির হামলার পরই নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়েছিলেন, রক্ত ও জল কখনও একসঙ্গে বইতে পারে না। পাকিস্তান সন্ত্রাসবাদ বন্ধ না করলে সিন্ধু নদীর জল নিয়ে ভারত কড়া পদক্ষেপ করবে। আবার বৃহস্পতিবার

কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি বলেন, বিন্দু বিন্দু জলের জন্য হা-হুতাশ করবে পাকিস্তান। এবার সেই হুমকিকেই সত্যি করে দেখাল কেন্দ্র।

Advertisement

গড়কড়ি জানিয়েছিলেন, পাকিস্তানের দিকে বয়ে চলা তিনটি নদীর জল এবার ঘুরিয়ে নিয়ে যমুনা নদীতে ফেলা হবে। এদিন উত্তরপ্রদেশে এক সভায় ভাষণ দিতে গিয়ে সেকথা বলেন তিনি। তার কয়েক ঘণ্টার মধ্যে ভারত জানিয়ে দিল, এই তিন নদী – রবি, শতদ্রু ও বিপাশার জল আর পাকিস্তানকে দেওয়া হবে না। এদিকে চুক্তি অনুযায়ী সিন্ধু, চেনাব ও ঝিলমের জল পাকিস্তানের পাওয়ার কথা। তবে বাকী তিন নদীর জল ভারত এমনিই দিত পাকিস্তানকে। এবার তা আর দেওয়া হবে না।

এদিন টুইট করে নিতিন গড়কড়ি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সিদ্ধান্ত হয়েছে যে আমাদের ভাগের জল পাকিস্তানে যাওয়া বন্ধ করা হল। পূর্বের নদীগুলির এই জল ঘুরিয়ে জম্মু ও কাশ্মীর ও পঞ্জাবে দেওয়া হবে।তিনি জানিয়েছেন, রবি নদীর ওপরে শাহপুর-কান্দিতে বাঁধ তৈরির কাজ শুরু হয়েছে। কাশ্মীরে জল সরবরাহ করার পরে উদ্বৃত্ত জল রবি-বিপাশা নদীর অববাহিকার রাজ্য ও অঞ্চলগুলিতে সরবরাহ করা হবে।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

six + 12 =