দেশ 

পুলওয়ামা কান্ডের পর বিতর্কিত মন্তব্যের জেরে সিধুর বিরুদ্ধে কড়া পদক্ষেপ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : পুলওয়ামা কান্ডের জেরে বলিউডে সিনে ওয়াকার্স অ্যাসোসিয়েশন আগেই ঘোষণা করেছিল যে পাকিস্তানি শিল্পীরা আজ কাজ করতে পারবেন না আর বলিউডে। এবার সেই পাকিস্তানি শিল্পীদের মতোই পঞ্জাবের মন্ত্রী নভজ্যোত সিং সিধুরও  অবস্থা হল!
ফেডারেশন অফ ওয়স্টার্ন ইন্ডিয়া সিনে এম্প্লইজের তরফে এদিন জানিয়ে দেওয়া হয়েছে বলিউডে বা ভারতীয় টেলিভিশন চ্যানেলের কোনও অনুষ্ঠানেই আর থাকতে পারবেন না নভজ্য়োত সিং সিধু। এককালের ভারতীয় ক্রিকেটার, তথা পঞ্জাবের মন্ত্রী সিধু কিছুদিন আগেই পুলওয়ামা হামলা নিয়ে এক বিতর্কিত মন্তব্য করেন। তারপর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে তাঁর বিরুদ্ধে ক্ষোভ জমা হতে থাকে। আর সেই ক্ষোভকে নজরে রেখেই সিধুকে নিষিদ্ধ ঘোষণা করল সিনে ওয়াকার্স অ্যাসোসিয়েশন ।

উল্লেখ্য, সিধু দাবি করেছেন কয়েকজন মানুষের জন্য গোটা পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অনুচিত হবে ভারতের জন্য। আর এই মন্তব্য় ঘিরেই বিতর্ক দানা বাঁধে। পাক প্রধানমন্ত্রী ইমারানের খানের বিশেষ বন্ধু সিধুর মন্তব্য ঘিরে তোলপাড় হয় কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত। যেখানে শহিদের মৃত্যু শোকে গোটা দেশ ক্ষোভে ফুঁসছে সেখানে কী করে সিধু এমন মন্তব্য করতে পারেন, তা নিয়ে উঠেছে প্রশ্ন।

Advertisement

 

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eleven + 15 =