আন্তর্জাতিক 

বাংলাদেশের চকবাজারের রাসায়নিক গুদামে আগুন; মৃত ৭০ জন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বাংলাদেশের রাজধানী শহর ঢাকার চকবাজারে রাসায়নিক গুদামে আগুন লেগে অন্তত পক্ষে ৭০ জন মারা গিয়েছেন। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারি এই খবর দিয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা নাগাদ ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। তাঁর আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

Advertisement

দমকলের ৩৭টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে। এ ছাড়াও তিনটি হেলিকপ্টার থেকে জল ছড়ানোর কাজ চলছে।

আইজিপি জানান, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এখন পুরো বাড়ি খুঁজে দেখা হচ্ছে আর কোনো মৃতদেহ আছে কিনা। থাকার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

বুধবার রাত সাড়ে ১০টার পরে পুরোনো ঢাকার চকবাজারে শাহী মসজিদের কাছে ‘ওয়াহিদ ম্যানসন’ নামের একটি ভবনে আগুন লাগার পর তা দ্রুত আশেপাশে ছড়িয়ে পড়ে।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও টুইটে গভীর শোকপ্রকাশ করেছেন । মৃতদের পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন ।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

4 × 4 =