দেশ 

রাফাল ইস্যুতে মোদী কী বেকায়দায় ? নতুন করে শুনানী হতে চলেছে সুপ্রিম কোর্টে

শেয়ার করুন
  • 22
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রাফাল ইস্যুতে নতুন করে সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা যশবন্ত সিনহা, অরুণ শৌরি ও আইনজীবী প্রশান্ত ভূষণ। গত ১৪ ডিসেম্বরের রায়ের পুনর্বিবেচনার আর্জি জানান তাঁরা। সেই আবেদনে এ দিন সম্মতি জানিয়েছে সর্বোচ্চ আদালত।

সরকারের দেওয়া ‘অসত্য তথ্য’-এর উপর ভিত্তি করে সে দিন রায় দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন আবেদনকারীরা।

Advertisement

এ দিন, এই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, ‘‘মামলাটি তালিকাভুক্ত করতে হবে। এ জন্য বেঞ্চ গঠন করা হবে।’’

রাফাল কেনার ক্ষেত্রে অনিয়ম হয়েছে,এই দাবি তুলে যে সমস্ত জনস্বার্থ মামলা আদালতে দায়ের হয়েছিল, গত ১৪ ডিসেম্বর সে সবই খারিজ করে দেয় শীর্ষ আদালত। চুক্তিতে কোনো রকম হস্তক্ষেপ করা হবে না বলে জানিয়েছিল দেশের শীর্ষ আদালত।

সেই রায়ে মোদী সরকার স্বস্তি পেলেও কেন্দ্রকে বিঁধতে ছাড়েননি রাহুল। বার বার সুর চড়িয়েছেন তিনি। অনিল অম্বানির হয়ে প্রধানমন্ত্রী দালালি করছেন, এমন গুরুতর অভিযোগও করেন রাহুল।

 


শেয়ার করুন
  • 22
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

sixteen − four =