দেশ 

সারদা মামলায় বিচারপতি অব্যাহতি চাইলেন , আজ হল না শুনানী ; ২৭ ফেব্রূয়ারি হবে শুনানী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সারদাকাণ্ডে সুপ্রিম কোর্টে বুধবার সিবিআই মামলায় মুলতুবি হয়ে যায়। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ২৭ ফেব্রুয়ারি। ডিভিশন বেঞ্চ থেকে বিচারপতি নাগেশ্বর রাও অব্যাহতি চেয়েছেন। কেননা আইনজীবী থাকাকালীন সময়ে তিনি এই মামলায় অংশ নিয়েছিলেন।

৩ ফেব্রুয়ারি তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়ির সামনে থেকে আটক করা হয় বেশ কয়েকজন সিবিআই আধিকারিককে। সর্বোচ্চ আদালতে, অভিযানে গিয়ে বাধা পাওয়ার অভিযোগ দায়ের করে সিবিআই। তাদের তরফে আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হয়। একই মামলায় ১৮ ফেব্রুয়ারি মধ্যে জবাব তলব করা হয়েছিল মুখ্যসচিব, পুলিশের ডিজি এবং তৎকালীন পুলিশ সুপারের জবাব তলব করে সর্বোচ্চ আদালত। সেই জবাব ইতিমধ্যেই  জমা পড়েছে বলে জানা গিয়েছে। বুধবার শুনানি শুরুর পরেই অ্যাটর্নি জেনারেল কেকে বেনুগোপাল বলেন, রাজীব কুমার এবং দুজন তাদের জবাব দিয়েছেন। পাল্টা জবাব দিতে চান তাঁরাও। সেই সময় আপত্তি করেন রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি।

Advertisement

তিনি বলেন, আদালত অবমাননার মামলায় পাল্টা এফিডেভিট জমা দেওয়া যায় না।দু-এক দিনের মধ্যে পরবর্তী শুনানির দিন ধার্য করা নিয়ে কথা হচ্ছিল। কিন্তু প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর সঙ্গে শুনানিতে রয়েছেন বিচারপতি নাগেশ্বর রাও। কিন্তু তিনি আইনজীবী থাকাকালীন অবস্থায় এই মামলায় অংশ নিয়েছিলেন। তাই তিনি এই মামলা থেকে অব্যাহতির আবেদন জানান।

ফলে প্রধান বিচারপতি জানান নতুন বেঞ্চ গঠন করতে হবে। দুপক্ষই জানায়, পরবর্তী বুধবার তাদের সময় রয়েছে। এরপরই শুনানির জন্য ২৭ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

5 × five =