জেলা 

নকল পুলিশ সেজে নিউটাউন চত্বরে চলছিল প্রতারণা , শেষ পর্যন্ত পাকড়াও করল আসল পুলিশ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : নিজেদের পুলিশ ও এনআইএ অফিসার পরিচয় দিয়ে প্রতারণা করত নিউটাউন এলাকায় কয়েকজন যুবক ৷ এরা গাড়ির উপর পুলিশ লিখে ঘুরতো সব সময় ৷ আজ ওই নকল পুলিশদের পাকড়াও করল আসল পুলিশ৷ ধৃতরা হলেন দিলীপ শর্মা, অমর শর্মা, গোপাল কর্মকার, সঞ্জয় সাউ,ফকিরুদ্দিন আলি ৷ এরা প্রত্যেকেই কলকাতা এলাকার বাসিন্দা৷

পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে পুলিশের কাছে অভিযোগ আসছিল৷ পুলিশ পরিচয় দিয়ে সল্টলেকে বিভিন্ন এলাকার প্রমোটার ও গাড়ি চালকদের কাছ থেকে তোলাবাজি করা হচ্ছে৷ পুলিশ গোপন সূত্রে খবর পায় যে নিউটাউনের আকাঙ্খা মোড়ে পুলিশ লেখা একটি নীল বাতির প্রাইভেট গাড়ি নিয়ে পাঁচ-ছ’জন জড়ো হয়েছে। খবর পেয়ে সেখানে পৌঁছায় নিউটাউন থানার পুলিশ৷ পুলিশ তাদের পরিচয় জানতে চাইলে প্রতারকরা নিজেদেরকে পুলিশ বলে পরিচয় দিয়ে আই কার্ড দেখায়৷

Advertisement

আই কার্ড দেখে পুলিশের সন্দেহ হওয়ায় তারা খোঁজ খবর নিতে শুরু করেন৷ তখন জানতে পারেন, ওই আই কার্ড নকল৷ এরপর পুলিশ তাদের গাড়িতে তল্লাশি চালিয়ে একটি নকল ওয়াকিটকি, নকল বন্দুক, নকল আই কার্ড ও বেশ কয়েকটি মোবাইল উদ্ধার করে৷ তারপরই ওই চক্রটিকে গ্রেফতার করে নিউটাউন থানার পুলিশ।

ধৃত দিলীপ শর্মা (৫৪) হাওড়ার বাসিন্দা,অমর শর্মার (৫৯) বাড়ি কলকাতা মুচিপাড়া, গোপাল কর্মকার (৩২) দমদম, সঞ্জয় সাউ (৪১) বেলেঘাটা, ফকিরুদ্দিন আলি (৪২) ফুলবাগানের বাসিন্দা। মঙ্গলবার ধৃতদের বারাসাত আদালতে তোলা হয়।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

8 − three =