কলকাতা 

যাদবপুরের ছাত্র আন্দোলন নিয়ে কড়া প্রতিক্রিয়া শিক্ষামন্ত্রীর

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে গতকাল উপাচার্যকে ঘিরে ছাত্র বিক্ষোভ চলে । আর সেই সময় ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি উপাচার্য সুরঞ্জন দাস৷ বুধবার তাকে দেখতে হাসপাতালে যান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ উপাচার্যের সঙ্গে দেখা করে বেরিয়ে ছাত্রছাত্রীদের উদ্দেশ্য কড়া বার্তা দেন তিঁনি৷

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সংবাদ-মাধ্যমকে বলেন , বিক্ষোভকারীদের ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি উপাচার্য সুরঞ্জন দাস৷ শারীরিকভাবে কিছুটা সুস্থ হলেও উপাচার্য মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন৷ আন্দোলনের নামে ঘেরাও নয়৷ মঙ্গলবারের ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে বলে শিক্ষামন্ত্রী জানান৷ রাজ্যের সিদ্ধান্তকে বিশ্ববিদ্যালয়কে মানতে হবে৷

Advertisement

ছাত্র সংসদ নির্বাচনের দাবীতে ছাত্র বিক্ষোভের জেরে অশান্ত হয়ে উঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন সংক্রান্ত এগজিকিউটিভ কাউন্সিলিং-এর বৈঠক চলাকালীন ‘ইউনিয়ন নয়, কাউন্সিল’ এই দাবিতে বাইরে অবস্থান শুরু করেন ছাত্রছাত্রীরা। ঘেরাও হয় উপাচার্য, সহ উপাচার্য, রেজিস্টার-সহ অন্যান্যরা৷ রাতভর অরবিন্দ ভবনের সামনে কিছু ছাত্রছাত্রী বসেছিল৷ যতক্ষণ না তাদের দাবি মানা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান আন্দোলনকারীরা

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

twelve − 1 =