কলকাতা 

কলকাতা পুলিশের কমিশনার পদে এলেন অনুজ শর্মা ; রাজীব সিআইডিতে , সিদ্ধিনাথ হলেন এডিজি আইন-শৃঙ্খলা , হাওড়ার দায়িত্বে বিশাল

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কলকাতা পুলিশের নতুন কমিশনারের  দায়িত্ব পেলেন আইপিএস অনুজ শর্মা । তিনি এখন তিনি এডিজি আইনশৃঙ্খলার পদে আছেন। অপসারিত পুলিশ কমিশনার রাজীব কুমারকে দেওয়া হয়েছে এডিজি সিআইডির পদ। হাওড়ার পুলিশ কমিশনার পদেও বদল  হয়েছে। হাওড়ার নতুন পুলিশ কমিশনার হচ্ছেন বিশাল গর্গ।

রাজ্যের নতুন এডিজি আইনশৃঙ্খলা করা হয়েছে সিদ্ধিনাথ গুপ্তাকে। রাজীব কুমারকে দেওয়া হয়েছে এডিজি সিআইডির পদ। বারুইপুর পুলিশ জেলার নতুন  সুপার হচ্ছেন রশিদ মুনির খান।
বিধাননগরের পুলিশ প্রধান পদে থাকার সময়েই চিটফান্ড নিয়ে বিশেষ তদন্তকারী দলের মাথায় ছিলেন রাজীব কুমার। ২০১৬-র ১৪ ফেব্রুয়ারি তাঁকে কলকাতার পুলিশ কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছিল। ২০১৬-তে বিধানসভা নির্বাচনে আগে তাকে সরানো হয়েছিল। নির্বাচন পর্ব মিটে যাওয়ার পর আবার আগের পদেই যোগ দিয়েছিলেন রাজীব কুমার।

Advertisement

তবে অনুজ শর্মাকে নতুন পুলিশ কমিশনার করায় নতুন করে বির্তক দানা বাধতে পারে বলে ওয়াকিবহাল মহল মনে করছেন ।

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

3 × two =