দেশ 

কংগ্রেস নেতৃত্বাধীন মনমোহন সিং সরকারের আমলেই জম্মু-কাশ্মীর অনেক শান্ত ছিল দাবি মোদী সরকারের বিদেশ প্রতিমন্ত্রীর

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মোদী সরকারের বিদেশ মন্ত্রীর বয়ানকে ঘিরে আবার দেশের রাজনীতি উত্তপ্ত হতে চলেছে । বিশেষ করে মন্তব্যকে ঘিরে জোর অস্বস্তিতে পড়েছে মোদী সরকার । তিনি যা বলেছেন , তাতে লোকসভা ভোটের আগে ঘুম ছুটবে মোদী সরকারের। বিদেশ প্রতিমন্ত্রী আজ বলেন, ইউপিএ জমানায় অনেক শান্ত ছিল কাশ্মীর। তাঁর কথায় ইউপিএ জমানার থেকে বর্তমানে অশান্ত হয়ে উঠেছে কাশ্মীর। এর কারণও ব্যাখ্যা করেন তিনি।

ভিকে সিংয়ের কথায়, ২০০৫ থেকে ২০১২ সাল পর্যন্ত শান্ত ছিল কাশ্মীর। ২০১২ সালের পর থেকেই কাশ্মীর অশান্ত হতে শুরু করে। উল্লেখ্য, তিনি যে সময়ের কথা বলছেন, সেই সময়ে প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। অর্থাৎ কংগ্রেসি প্রধানমন্ত্রীর আমলে কাশ্মীরের শান্ত ছিল বলেই তাঁর ব্যাখ্যা।তিনি বলেন একটা এনকাউন্ডারে তিন জন সেনা জওয়ান মারা যাওয়া মানেই কাশ্মীর অশান্ত, তা ঠিক নয়।

Advertisement

একটা ঘটনার উপর কখনও নির্ভর করে না এলাকা শান্ত আছে, নাকি অশান্ত আছে। সেদিক দিয়ে বিচার করে দেখলে ২০০৫ থেকে ২০১২ পর্যন্ত কাশ্মীর অপেক্ষাকৃত শান্ত ছিল বলে তাঁরা ব্যাখ্যা।

 

 

তিনি আরও বলেন, কাশ্মীর সমস্যা খুব জটিল। এই উপত্যকায় প্রক্সি ওয়ার চলতে থাকে। তাই এ ব্যাপারে আগে থেকে কাজ করা উচিত। কাশ্মীর নীতির সাফল্য বা ব্যর্থতা শুধু একটা ঘটনার উপর নির্ভর করে না। এর পিছনে অনেক কারণ থাকে, সামগ্রিক পরিস্থিতির উপর নির্ভর করে। এদিন তিনি আরও বলেন, পুলওয়ামায় যে জঙ্গি হামলা হয়েছে, তার বদলা নেবেই ভারত।

তাঁর কথায়, তাড়াহুড়ো করে নয়। ঠান্ডা মাথায় পুলওয়ামা-কাণ্ডের বদলা নিতে হবে। ভারত এমন একটা দেশ, কখনও কোনও দেশের উপর আক্রমণ করে না, এবারও করবে না। তবে অন্য কেউ হামলা করলে, ভারত ছেড়ে কথা বলবে না।

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eleven − 4 =