দেশ 

বিজেপির সেলিব্রেটি ও জনপ্রিয় সাংসদ কীর্তি আজাদ যোগ দিলেন কংগ্রেসে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ১৯৮৩ সালের বিশ্বকাপ ক্রিকেট জয়ী দলের সদস্য কীর্তি আজাদ  অবশেষে বিজেপি ছেড়ে সোমবার কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন তিনি। এদিন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সামনে দলে যোগ দেন দ্বারভাঙ্গার বিজেপি সাংসদ কীর্তি আজাদ। কয়েক বছর ধরে তিনি সরাসরি বিজেপি দল ও প্রধানমন্ত্রী সমালোচনা করে আসছিলেন । যার জেরে তাঁকে সাসপেন্ড করা হয়েছিল । দ্বারভাঙ্গা কেন্দ্র থেকে লোকসভা ভোটে তিনবার জিতেছেন আজাদ। এবার তিনি ওই কেন্দ্র থেকেই কংগ্রেসের টিকিটে দাঁড়ান কিনা তা সময়ই বলবে।

নানা সময়ে দলের বিরুদ্ধে মুখ খোলায় আজাদকে সাসপেন্ড করে বিজেপি। তারপরই কংগ্রেসের কাছাকাছি চলে আসেন তিনি।

Advertisement

এদিন কংগ্রেসে যোগ দিয়ে কীর্তি বিজেপির বিরুদ্ধে প্রচারকেই এগিয়ে নিয়ে যাবেন বলে মনে করা হচ্ছে। দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের দুর্নীতি নিয়ে তিনি সরব হন। এই ক্রিকেট সংস্থার মাথায় তখন ছিলেন বিজেপি নেতা তথা বর্তমান কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক শাকিল আহমেদ বলেছিলেন, আজাদের কংগ্রেসে যোগ দেওয়া উচিত। তাঁর পিতা কংগ্রেসে ছিলেন। আজাদের শরীরে কংগ্রেসের রক্ত বইছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

five × 1 =