দেশ 

মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ বিশেষ স্নেহভাজন ‘ শঙ্কুদেব বিজেপিতে যোগ দিলেন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : এক সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ স্নেহভাজন এবং তাঁর দয়ায় রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হয়েছিলেন শঙ্কুদেব পন্ডা । সেই মমতার ছায়াসঙ্গী যিনি মুখ্যমন্ত্রীকে পিসি বলে ডাকতেন । তিনি বেশ কিছুদিন রাজনীতি থেকে সরে থাকার পরে অবশেষে জার্সি বদল করছেন । যোগ দিয়েছেন বিজেপিতে।এর আগে মুকুল রায়ও তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন। তাঁর গেরুয়া শিবিরে ঢোকার পর বেশ কয়েকজন নেতা-সাংসদ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এবার সেই দলে নাম লেখালেন শঙ্কুও।

কয়েকদিনের মধ্যেই বেশ কয়েকজন পরিচিত মুখকে বিজেপিতে যোগ দিইয়ে মুকুল রায় তৃণমূলকে চাপে ফেলে দিয়েছেন। শঙ্কু তৃণমূলের যুব সংগঠনের নেতৃত্ব দিয়েছেন একসময়। কয়েকদিন আগে সৌমিত্র খাঁ, ভারতী ঘোষদের গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন। মুকুল রায় অবশ্য দাবি করেছেন , নির্বাচনের আগে বেশ কয়েক জন তৃণমূল সাংসদ ও বিধায়ক বিজেপিতে যোগ দেবেন । তবে শঙ্কুদেব তৃণমূলের কংগ্রেসের সাংসদ কিংবা বিধায়ক না হলেও দলের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন । আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্শীবাদ তাঁর মাথায় থাকার কারণে এক সময় তিনি ধরাকে সরা ঞ্জান করতে । মুখ্যমন্ত্রী সব জেনেও সেই সময় নিরবতা অবলম্বন করেছিলেন । সেই নেতায় এখন বিজেপিতে । লোকসভা নির্বাচনের আগে শঙ্কুর বিজেপিতে যোগদান যে নিঃসন্দেহে শাসক দলের কপালে চিন্তার ভাঁজ ফেলবে তা বলাই বাহুল্য।

Advertisement

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

14 + two =