কলকাতা 

সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনের রিপোর্টকে হাতিয়ার করে সুপ্রিম কোর্টে রাজীব কুমার ও অর্ণবের বিরুদ্ধে সরব হবে সিবিআই

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে  রাজ্য সরকারের মুখ্যসচিব, ডিজিপি ও কলকাতা পুলিশ কমিশনার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করতে চলেছে সিবিআই। রিপোর্ট আকারে তা জমা দেওয়া হবে সুপ্রিম কোর্টে। সেই রিপোর্টে জানানো হবে, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন নির্দেশ দিয়েছিল সারদা কেলেঙ্কারিতে তদন্তকারী পুলিশ অফিসারদের ভূমিকা খতিয়ে দেখতে।শিলংয়ে কলকাতার পুলিশ কমিনার রাজীব কুমারকে জেরার সময় তিনি জানিয়েছিলেন, সিট গঠন করে তদন্ত চলাকালীন তিনি প্রতিদিনের জেরার ব্যাপারে নাক গলাতেন না। উল্লেখ্য, রাজীব কুমার যখন বিধাননগরের পুলিশ কমিশনার ছিলেন, তখনই সারদা কেলেঙ্কারি সামনে এসেছিল। তারপরই তদন্ত শুরু হয়েছিল সিট গঠন করে।

২০১৭ সালের একটি চিঠির কথা উল্লেখ করে সিবিআই জানিয়েছে, তখনই সিভিসি জানিয়েছিল সারদা কেলেঙ্কারিতে জরুরি পদক্ষেপ নিতে। এবং পুলিশ অফিসারদের ভূমিকাও খতিয়ে দেখতে বলা হয়। অন্তত তিন আইপিএস অফিসারের ভূমিকা খতিয়ে দেখতে বলা হয়। সেই পুলিশ অফিসারদের মধ্যে ছিলেন রাজীব কুমার। ডেপুটি পুলিস কমিশনার অর্ণব ঘোষকেও সমন পাঠানো হয়। সিবিআই অর্ণব ঘোষের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন।

Advertisement

সম্প্রতি কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই অভিযান নিয়ে উত্তাল হয়ে ওঠে কলকাতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পর্যন্ত এই ঘটনায় হস্তক্ষেপ করতে হয়। তিনি মোদী সরকারের বিরুদ্ধে প্রশসানের দিকে সিবিআই লেলিয়ে দেওয়ার অভিযোগ তুলে ধরনায় বসেন। তা নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় মামলা।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

18 + sixteen =