কলকাতা 

পুলওয়ামার শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতে মোমবাতি মিছিল করলেন মুখ্যমন্ত্রী ; সন্ত্রাসের কোনো ধর্ম হয় না বললেন মমতা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : পুলওয়ামার ৪৫জন শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তাঁদেরকে আত্মত্যাগকে সম্মান জানিয়ে হাজরা থেকে গান্ধী-মূর্তির পাদদেশ পর্যন্ত শনিবার মোমবাতি মিছিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল ৪ টেয় হাজরা থেকে শুরু হয় মিছিল। হাজরা থেকে মিছিল যায় ধর্মতলায় গান্ধী মূর্তি পর্যন্ত। মিছিলের সামনে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্য নেতা ও সাধারণ মানুষের মুখে ছিল কালো কাপড়। তবে এদিনের মিছিল থেকে কোনও রাজনৈতিক বক্তব্য রাখেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মিছিল শেষে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। ছিলেন মুখ্যমন্ত্রী-সহ মন্ত্রিসভার অন্যমন্ত্রীরা। গাওয়া হয় আগুনের পরশমনি গানটিও। মুখ্যমন্ত্রী বলেন, তারা শহিদ জওয়ানদের পাশে রয়েছেন। দুঘন্টার নোটিশে এই মিছিল হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Advertisement

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রবিবার শান্তি মিছিল হবে ব্লকে ব্লকে। দুপুর দুটো থেকে তিনটে হবে এই মিছিল। মাধ্যমিক পরীক্ষা থাকায় মিছিলে মৌনতা অবলম্বন করা হবে। মুখ্যমন্ত্রী বলেন সন্ত্রাসের কোনও ধর্ম হয় না। সবাইকে এক হয়ে লড়াই করার ডাক দিয়েছেন তিনি।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

11 − eleven =