দেশ 

পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গী হামলায় শহীদ পরিবারের পাশে দাঁড়াতে বিয়ের বৌভাত বাতিল করে ১৬ লক্ষ টাকা দান সেনা কল্যাণে গুজরাতের ব্যবসায়ীর

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : গুজরাতের এক সাধারণ ব্যবসায়ীর পরিবার মেয়ের বিয়ে আয়োজন প্রস্তুত । অনেক মানুষ খাওয়ানো হবে । কয়েক লক্ষ টাকা খরচ ধুমধাম করে মেয়ে বিয়েটা দেবেন ভেবেছিলেন । কিন্ত জম্মু কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গী হামলায় সব কিছু পাল্টে দিয়েছে হাসমুখ ভাই সেঠ ও আজয় সিংভিদের । ৪৫ জন জওয়ান শহীদ হয়েছেন । তাদের পরিবারের প্রতি সামান্য দায়িত্ব পালন তো করতেই হবে । তাই মেয়ের বিয়েতে আর ইলাহি আয়োজন নয় । নমো নমো করে মেয়ের বিয়েটা কোনওমতে করিয়ে বউ ভাত বাতিল করে তার পুরো খরচ ধরে শহিদদের পরিবারের উদ্দেশে দিয়ে দিলেন হাসমুখভাই সেঠ ও অজয় সিংভিরা।

ব্যবসায়ীর কন্যা এমি ও পুত্র মিতের শুক্রবার বিয়ে হয়। অনেক আগে ঠিক হওয়ায় বিয়ের কাজটা করতেই হয়েছে। তবে রিসেপশন করতেই হবে তার মানে নেই। আর দেশ যেখানে সঙ্কটে সেখানে কীভাবে এই পরিবার আনন্দে থাকতে পারেন।

Advertisement

সেই ভেবেই সমস্ত অতিথিদের আসতে বারণ করে দেওয়া হয়। একইসঙ্গে ১১ লক্ষ টাকা সেনার শহিদ পরিবারের জন্য দান করেন তিনি। আরও ৫ লক্ষ টাকা সেবা সংস্থানকে দেওয়া হয়। দুই পরিবার হাসিমুখে গোটা বিষয়টি মেনে নিয়েছে। কেটারিংয়ের দায়িত্বে থাকা রাজুভাই শাহও হাসিমুখে এই ক্ষতি মেনে নিয়েছেন।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

3 × 4 =