দেশ 

” কাশ্মীর হোক বা দেশের অন্য যে কোনও প্রান্ত, কংগ্রেস সন্ত্রাসবাদ ইস্যুতে সরকারকে পূর্ণ সহযোগিতা ও সমর্থন করতে প্রস্তুত ” সর্বদলীয় বৈঠকে আশ্বাস গোলাম নবী আজাদের

শেয়ার করুন
  • 21
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় ৪৫ জন সেনা জওয়ান শহিদ হওয়ার পর কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সর্বদলীয় বৈঠক ডাকা হয়।   আজ সকাল ১১টা নাগাদ সংসদে সর্বদলীয় বৈঠক হয়। বৈঠক শেষে রেজ়লিউশন পাশ করা হয়। তাতে পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার কড়া নিন্দা করেছে সব দল।

এই বৈঠকে  দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়। বৈঠকে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ছাড়াও কংগ্রেস নেতা গুলাম নবি আজ়াদ,  তৃনমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ প্রায় সব বিরোধী ও শাসক দরের প্রথম সারির নেতারা ।

Advertisement

বৈঠক শেষে প্রধান বিরোধী দল কংগ্রেসের পক্ষ থেকে গুলাম নবি আজ়াদ দেশের নিরাপত্তার ক্ষেত্রে সরকারের পাশে থাকার বার্তা দিয়েছেন। তিনি বলেন, “আমরা সবাই সরকার ও জওয়ানদের পাশে আছি। কাশ্মীর হোক বা দেশের অন্য যে কোনও প্রান্ত, কংগ্রেস সন্ত্রাসবাদ ইস্যুতে সরকারকে পূর্ণ সহযোগিতা ও সমর্থন করতে প্রস্তুত।”

পাশাপাশি তিনি আরও বলেন, “আমরা স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে অনুরোধ করেছি যাতে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক কূটনৈতিকস্তরে এই বিষয়টি নিয়ে সক্রিয় হন।”পুলওয়ামায় জঙ্গি হামলার পর কেন্দ্রীয় সরকারের ডাকা এই সর্বদলীয় বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

সূত্র থেকে জানা গেছে, বৈঠকে ছিলেন স্বরাষ্ট্র সচিব রাজিব গৌব। পুলওয়ামায় জঙ্গি হামলার আগে ও পরে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠকে প্রেজেন্টেশন দেন তিনি।

 

 


শেয়ার করুন
  • 21
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

1 × 5 =