পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলার নেপথ্যে গোয়েন্দা ব্যর্থতার অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির
নিজস্ব প্রতিনিধি : জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলার নেপথ্যে গোয়েন্দা ব্যর্থতা আছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। নবান্নে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি নিহত জওয়ানদের জন্য গভীর শোক প্রকাশ করে এই ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
একই সঙ্গে কিভাবে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন। বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে আধা সেনা জওয়ান দের কনভয় হামলা চালানো হয়। কেন এত সংখ্যক গাড়ি উপদ্রুত এলাকা দিয়ে পর্যাপ্ত নিরাপত্তা ছাড়াই পাঠানো হয়েছিল তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন । জাতীয় নিরাপত্তা উপদেষ্টা র ভূমিকা সম্পর্কে ও মুখ্যমন্ত্রীর প্রশ্ন তোলেন।
এই ঘটনা নিয়ে রাজনীতি করা উচিত নয় তবে তবুও রাজনীতি শুরু হয়ে গেছে বলে তার দাবি। চলতি লোকসভার অধিবেশন শেষ হয়ে যাওয়ার পরে ও আগামীকাল কেন্দ্রীয় সরকার সমস্ত সংসদীয় দলের বৈঠক ডাকার বিষয়েও মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন।