দেশ 

সাংবাদিক জ্যোতির্ময় দে হত্যাকান্ডে দোষী সাব্যস্ত ছোটা রাজন সহ ১০

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

মুম্বাই, ২ মেঃ সাংবাদিক জ্যোতির্ময় দে হত্যাকান্ডে গ্যাংস্টার ছোটা রাজন সহ দশজন অভিযুক্তকে দোষীসাব্যস্ত করল মুম্বাইয়ের বিশেষ আদালত। দীর্ঘ ৭ বছর পর অবশেষে বুধবার দোষী সাব্যস্ত করা হয় তাদের। তবে উপযুুুুক্ত প্রমাণের অভাবে বেকসুর খালাস দেওয়া হয়েছে সাংবাদিক জিগনা ভোরা ও জোসেফ পাউলসেনকে।

২০১১ সালের ১১ জুন নিজের বাড়ির সামনে গুলি করে খুন করা হয় মুম্বইয়ের প্রথমসারির ইংরাজি দৈনিক ‘মিড ডে’-র সাংবাদিক জ্যোতির্ময় দে কে। ঘটনায় দেশ জুড়ে তীব্র শোরগোল পড়ে যায়। তদন্তে নামে মুম্বই পুলিশ। ঘটনায় গ্যাংস্টারর ছোটা রাজন সহ মোট ১৩ জনের নাম উঠে আসে। কয়েকদিনের মধ্যে সাতজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা। তবে বাকি পাঁচ অভিযু্ক্তকে কিছুদিন পর গ্রেফতার করা হয়েছিল। এদের মধ্যে একজন অভিযুক্ত ফেরার ছিলেন এবং অন্য আর একজন অভিযুক্ত মারা গিয়েছে আগেই। এদিন ১২ জনের বিচার হয়। এদের মধ্যে দশ জন ছোটা রাজন সহহ ১০ জন দোষী সাব্যস্ত হয়েছে ও ২ জনকে বেকসুর খালাস দিয়েছে আদালত। তবে এখনও দোষীদের সাজা ঘোষণা হয়নি।

Advertisement

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

One Thought to “সাংবাদিক জ্যোতির্ময় দে হত্যাকান্ডে দোষী সাব্যস্ত ছোটা রাজন সহ ১০”

  1. শেখ আব্দুল মান্নান

    খবরের মান ভাল।

Leave a Comment

four + 13 =