আন্তর্জাতিক 

পাকিস্থানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে দিল্লিতে ডেকে পাঠাল সরকার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কাশ্মীরের পুলওয়ামা হামলার পর পাকিস্তানে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত অজয় বিসারিয়াকে তড়িঘড়ি দিল্লিতে ডেকে পাঠানো হল। একটি সর্বভারতীয় সংবাদসংস্থা সূত্র এই খবর জানিয়েছে।

আজ রাতে পাকিস্তান থেকে দিল্লির উদ্দেশে রওনা দেবেন ভারতের রাষ্ট্রদূত। সূত্রের খবর, পাকিস্তানের সঙ্গে কূটনেতিক সম্পর্ক ছিন্ন করার বিষয়টি তাঁর সঙ্গে আলোচনা করা হবে।

Advertisement

এর আগে, ভারতের বিদেশ সচিব বিজয় গোখলে আজ পাকিস্তানের রাষ্ট্রদূত সোহেল মহম্মদকে ডেকে পাঠান। সূত্রের খবর, জঙ্গি হামলা নিয়ে তাঁকে কড়া বার্তা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক স্তরে পাকিস্তানকে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ভারত।

বিদেশমন্ত্রক সূত্রে খবর, ভারতের বিভিন্ন বন্ধু রাষ্ট্রগুলিকে কূটনেতিক বার্তা দেওয়া হচ্ছে। তাদের জানানো হচ্ছে, পাকিস্তানের সাহায্যপ্রাপ্ত জঙ্গি সংগঠন এই হামলা চালিয়েছে। এছাড়া, পাকিস্তানের মোস্ট ফেভারড নেশনের তকমা প্রত্যাহার করা হয়েছে।

গতকাল দুপুরে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় গতকাল দুপুরে আত্মঘাতী জঙ্গি হামলায় শহিদ হয়েছেন ৪৪ জন সিআরপিএফ জওয়ান। জইশ-ই-মহম্মদ ঘটনার দায় স্বীকার করেছে। তা নিয়ে প্রথম থেকেই ভারতের তরফে কড়া বার্তা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, “পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে। সেজন্য দেশের মানুষ একজোট রয়েছেন। আমরা আমাদের দায়িত্ব ভালোভাবেই জানি। দেশের মানুষকে আশ্বস্ত করছি, এই হামলার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমরা তৈরি রয়েছি।”

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eighteen − 16 =