জেলা 

কাশ্মীরে জঙ্গী হামলায় নিহতদের মধ্যে উলুবেড়িয়ার বাবলু সাঁতরা ও নদীয়ার সুদীপ বিশ্বাসও রয়েছেন , খবর আসার পর থেকে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় শহিদ ৪৪ জন জওয়ানের মধ্যে রয়েছেন হাওড়ার উলুবেড়িয়ার বাবলু সাঁতরা। গত সন্ধ্যায় খবর পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে বাবলুর পরিবার।

উলুবেড়িয়ার বাউরিয়া রাজবংশী পাড়ার বাসিন্দা বাবলু সাঁতরা। বাড়িতে স্ত্রী মিতা সাঁতরা ছাড়াও রয়েছে ছ’বছরের এক সন্তান। গত সন্ধ্যায় বাড়িতে পৌঁছায় বাবলুর শহিদ হওয়ার খবর।

Advertisement

গতকাল দুপুরে পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় শহিদ হন ৪৪ জন সেনা জওয়ান। হামলার দায় স্বীকার করে জইশ-ই-মহম্মদ। এদিকে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি। আত্মঘাতী হামলার পর দক্ষিণ কাশ্মীরের ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
এদিকে জানা গেছে নিহত ৪৪ জন সেনা জওয়ানের মধ্যে নদীয়ার হাঁসপুকুরিয়ার পলাশিপাড়ার সুদীপ বিশ্বাস। গত সন্ধ্যায় খবর পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে সুদীপ বিশ্বাসের পরিবার।
সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সুদীপের পরিবার। তাদের বক্তব্য, প্রত্যেকবার জঙ্গি হামলায় আমাদের দেশের জওয়ানরা শহিদ হচ্ছেন। সরকারের উচিত এর বিরুদ্ধ কড়া পদক্ষেপ নেওয়া।
পাঁচ বছর আগে সেনাবাহিনীতে যোগ দেন সুদীপ। পরিবার সূত্রে খবর, কিছুদিন বাদই বাড়ি আসার কথা ছিল তাঁর। সুদীপের বাবা সন্ন্যাসী বিশ্বাস বলেন, দু’দিন আগেই আমার ছেলের সঙ্গে কথা হয়েছিল। সুদীপ বলেছিল সে ছুটি পেয়েছে। সত্যিই ওর ছুটি হয়ে গেছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

15 + 12 =