কলকাতা 

মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস অব্যাহত ; ইতিহাস প্রশ্ন ভাইরাল হল আজ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে একগুচ্ছ ব্যবস্থা ও ‍নির্দেশিকা জারি করেছিল পর্ষদ তা সত্ত্বে প্রশ্নপত্র ফাঁস অব্যাহত । শুক্রবার ছিল ইতিহাস পরীক্ষা । দেখা গেল পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ সোস্যাল মিডিয়ায় প্রশ্ন বেরিয়ে গেছে । কিছুক্ষনে তা হোয়াটসঅ্যাপে ভাইরাল হয়ে যায় । এ বছরের আগের দুটি পরীক্ষার মতো ইতিহাস পরীক্ষার প্রশ্নও ফাঁস হওয়ার অভিযোগ উঠল। পরীক্ষা শেষ হওয়ার পর দেখা যায়, আসল প্রশ্নের সঙ্গে মিল রয়েছে ওই প্রশ্নপত্রের।

প্রশ্ন উঠছে, পরীক্ষার হলে মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও কী ভাবে ছবি তোলা হল। মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন বাংলার প্রশ্নপত্র পরীক্ষা শুরুর পরপরই হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়েছিল। পরে দেখা যায়, আসল প্রশ্নপত্র ও হোয়াটসঅ্যাপে ছড়ানো প্রশ্নপত্র একই। ইংরেজি পরীক্ষার দিনও একই ঘটনা ঘটে। আজও ফের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর অভিভাবকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে।

Advertisement

প্রথম দিন বাংলা এবং পরের দিন ইংরেজি প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়াতে অস্বস্তিতে পড়ে শিক্ষা দফতর। তড়িঘড়ি পর্ষদ সভাপতিকে তলব করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টপাধ্যায়। বৈঠকে ক্ষোভ উগরে দেন পার্থবাবু। একই সঙ্গে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়। কিন্তু একগুচ্ছ নির্দেশিকা জারি করার পরেও যে প্রশ্নপত্র ফাঁস হওয়া রোখা যায়নি তা আবারও প্রমাণিত হল।

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

4 × four =