দেশ 

ভয়াবহ জঙ্গী হামলায় নিহত সেনা জওয়ানের পাশে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী ; শহীদ জওয়ানদের সম্মান জানাতে কফিনে কাঁধ রাখলেন রাজনাথ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কাশ্মীরের পুলওয়ামায় সারি সারি সেনা জওয়ানের লাশ । একে একে ঘর থেকে বেরচ্ছে কফিনবন্দি জওয়ানদের দেহ৷ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হবে শহিদ জওয়ানদের৷ দেশের আত্মত্যাগ সম্মান জানাতে সেনার কফিনে কাঁধ মেলালেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ সঙ্গে ছিলেন জম্মু কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং৷

নীল স্যুট ও মাথায় টুপি পড়ে সেনা শিবিরে আসেন রাজনাথ সিং৷ সেখান থেকে জওয়ানের কফিন নিয়ে ট্রাক অবধি হেঁটে যান৷ এই ট্রাকে করে কফিনবন্দি জওয়ানদের দেহ নিয়ে যাওয়া হবে শ্রীনগর বিমানবন্দরে৷ সেখানে বিশেষ বিমানের আয়োজন করা হয়েছে৷ এদিন রাজনাথ সিং ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যপাল সত্যপাল মালিক, স্বরাষ্ট্র সচিব রাজীব গৌবা, সিআরপিএফ ডিরেক্টর জেনারেল আরআর ভাটনগর৷

Advertisement

কাশ্মীরের অবন্তীপুরায় ভয়াবহ জঙ্গি হামলায় শহিদের সংখ্যা চল্লিশ ছাড়িয়ে গিয়েছে৷ বৃহস্পতিবার দুপুরে এই হামলার পর থেকে ক্রমশ বাড়তে থাকে মৃতের সংখ্যা। ইতিমধ্যেই এই বিষয়ে এনএসএ অজিত দোভালের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। অবন্তীপুরায় ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে এনআইএ টিম।

ভয়াবহ এই জঙ্গি হামলার পরেই গোটা কাশ্মীর জুড়ে কড়া নিরাপত্তা। বন্ধ করে দেওয়া হল সমস্ত ইন্টারনেট। রেড অ্যালার্ট জারি ভারত-পাকিস্তান সীমান্তে।

 

 

 

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

17 + 13 =