দেশ 

কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলা হতে পারে বলে আগাম সর্তক বার্তা দিয়েছিল আইবি ; গোয়েন্দারা বার্তা কেন গুরুত্ব দেওয়া হয়নি তা নিয়েই উঠেছে প্রশ্ন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসবাদীরা  হামলা চালাতে পারে, তা নিয়ে আগাম সর্তক বার্তা দিয়েছিল দেশের গোয়েন্দারা। আইবি’র পক্ষ থেকে  গত ৮ ফেব্রুয়ারি এই মর্মে সতর্কতা জারি করা হয়েছিল। এ-ও জানানো হয়েছিল, সন্ত্রাসবাদীরা আইইডি বিস্ফোরণ ঘটানোর ছক কষছে। যার জন্য বাড়তি নিরাপত্তামূলক ব্যবস্থাও নিতে বলেছিলেন গোয়েন্দারা। তার পরেও কী ভাবে পুলওয়ামার অবন্তীপুরায় উরির থেকেও বড় জঙ্গিহামলা ঘটে গেল, তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠছে। কেন গোয়েন্দা খবরকে গুরুত্ব দিয়ে, কাশ্মীরে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়নি, তা নিয়েও প্রশ্নের মুখে পড়তে হচ্ছে নিরাপত্তা বাহিনীকে।

বৃহস্পতিবার পুলওয়ামার অবন্তীপুরায়, জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের উপর সিআরপিএফের কনভয়ে এই হামলায় ৪০ জওয়ান শহিদ হয়েছেন। কনভয়ে ছিলেন মোট ৪২ সিআরপিএফ। এই ৪০ জনের মধ্যে বিস্ফোরণ স্থলেই প্রাণ হারান ৩০ সিআরপিএফ। পরে হাসপাতালে আরও ১০ জনের মৃত্যু হয়। জীবিত দুই জওয়ানের অবস্থাও আশঙ্কাজনক। স্বাধীন ভারতে কাশ্মীরে এটাই সবচাইতে বড় সন্ত্রাসবাদী হামলা। যে হামলার দায় নেয় জইশ জঙ্গিরা। রাতে ঘটনাস্থলে যাচ্ছে এনআইএ-র একটি দল।

Advertisement

ঘটনার পরপরই নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও তাঁর কথা হয়েছে। শুক্রবার রাজনাথের বিহারে যাওয়ার কথা থাকলেও, তিনি সফর বাতিল করেছেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

3 + 9 =