দেশ 

আত্মঘাতী হামলায় কাশ্মীরে শহীদ কমপক্ষে ৪২ জন জওয়ান ; ঘটনার জেরে সমস্ত কর্মসূচি বাতিল করে শুক্রবারই কাশ্মীর যাচ্ছেন রাজনাথ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী হামলায়  প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৪২ জন আধা সামরিক বাহিনীর জওয়ান। জখমের সংখ্যাটা ৪২। বিগত ২০ বছরের মধ্যে এত বড় হামলা কাশ্মীরে আর হয়নি । জানা গেছে এদিন  ২৫০০ জনের সিআরপিএফ-এর একটি দলকে নিয়ে ৭০টি গাড়ির একটি কনভয় পুলওয়ামা দিয়ে যাচ্ছিল। আর সেই সময়ই আত্মঘাতী জঙ্গি হামলা। ভয়াবহ এই সন্ত্রাসবাদী হামলায় বেশ খানিকটা অসহায় পড়ে সরকার । য শুক্রবারই জরুরি ভিত্তিতে শ্রীনগরে পা রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এই জন্য পাটনায় শুক্রবার তাঁর যাবতীয় কর্মসূচি বাতিল করেছেন। সন্ত্রাসবাদী হামলার খবর পেতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সিআরপিএফ-এর ডিজি আর আর আর ভাটনাগরের সঙ্গে কথাও বলেন। জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিকের সঙ্গেও কথা বলেন রাজনাথ।

ঘটনার বিবরণে জানা গেছে ,একটি স্করপিও গাড়িতে ৩৫০ কিলো নিয়ে সিআরপিএফ কনভয়ে গিয়ে আত্মঘাতী জঙ্গি হামলা করেছিল।আদিল আহমেদ ওরফে ওয়াকার নামে আত্মঘাতী জঙ্গির বাড়ি পুলওয়ামাতে। অবন্তিপোরা নামে শহরের কাছেই বিস্ফোরক ভর্তি স্করপিও নিয়ে গিয়ে সিআরপিএফ-এর বাসে ধাক্কা মারে আদিল। যে বাসটি-তে জঙ্গি আদিল ধাক্কা মেরেছিল তা ৫৫ সিটের একটি বাস। বাসটি সিআরপিএফ জওয়ানে ভর্তি ছিল।

Advertisement

গত ২০ বছরে কাশ্মীরের বুকে এতবড় গাড়ি বিস্ফোরণে জঙ্গি হামলার ঘটনা ঘটেনি। ২০০১ সালে জম্মু ও কাশ্মীর বিধানসভায় এভাবেই গাড়ি বিস্ফোরণ ঘটিয়ে জঙ্গি হামলা হয়েছিল।পুলওয়ামায় এই আত্মঘাতী জঙ্গি হামলায় দায় স্বীকার করেছে জয়স-ই-মহম্মদ। উপত্য়কায় জয়স জঙ্গিদের শক্ত ঘাঁটি আছে। যার বিরুদ্ধে গত কয়েক বছর ধরেই লাগাতার অভিযান হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জঙ্গি হামলার বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেন। নিহতদের দেহ কীভাবে পরিবারগুলোর হাতে তুলে দেওয়া হচ্ছে, যারা জখম তাদের চিকিৎসায় কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, জঙ্গিদের খোঁজে কী ভাবে অভিযান হচ্ছে- এ সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ করেন প্রধানমন্ত্রী।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এই হামলা নিয়ে সিআরপিএফ আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন। হামলায় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সিআরপিএফ জওয়ানদের কনভয়ে কোনও নিরাপত্তার ফাঁক ছিল কি না তা নিয়ে ডোভাল বৈঠকে আলোচনা করেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eight + 12 =