কলকাতা 

গড়িয়াহাট মোড়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৩০ জন হকারকে খুব শীঘ্রই চাকা লাগানো স্টল দেবে পুরসভা জানালেন মেয়র ফিরহাদ হাকিম

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : কলকাতা পুরসভা গড়িয়াহাট মোড়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৩০ জন হকারকে খুব শীঘ্রই চাকা লাগানো স্টল দেবে। পুরভবনে আজ মেয়র ফিরহাদ হাকিম ক্ষতিগ্রস্থ হকারদের সঙ্গে বৈঠক করেন। স্টল তৈরির দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ তারক সিং ও বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে তারক বাবু সাংবাদিকদের জানান, হকারদের দাবি মেনেই ৭ জন হকারের জন্য ৬ ফুট উচ্চতা ৩ ফুট চওড়ার, বাকি ২৩ জনের জন্য ৬ ফুট উচ্চতা ও ৪ ফুট চওড়ার স্টল তৈরি করা হয়েছে।

স্টলের গায়ে “ হকারদের সাথে, হকারদের পাশে” লেখা  রাজ্য সরকারের নতুন বিজ্ঞাপন দেওয়া হবে। আগামী দিনে বাণিজ্যিক বিজ্ঞাপণও স্টলের গায়ে দেওয়ার অনুমোদন দেওয়ার ভাবনা চিন্তা করা হচ্ছে বলেও তারক বাবু জানান।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

fourteen − three =