কলকাতা 

কলকাতা হাইকোর্টে শপথ নিলেন পাঁচ নতুন বিচারপতি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : দীর্ঘদিন ধরে দাবি করা সত্ত্বে মাত্র ৫ জন বিচারপতি পেল কলকাতা হাইকোর্ট । এদের নিয়ে বর্তমানে বিচারপতির সংখ্যা দাঁড়াল মাত্র ৪১ জন । এখনও ৩১টি পদ শূন্য পড়ে আছে । আজ কলকাতা হাইকোর্টে শপথ নিলেন নতুন পাঁচ বিচারপতি। আজ তাঁদের শপথবাক্য পাঠ করালেন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার। পাঁচ বিচারপতি হলেন মহম্মদ নিজামুদ্দিন, তীর্থঙ্কর ঘোষ, হিরণ্ময় ভট্টাচার্য, সৌগত ভট্টাচার্য এবং মনোজিৎ মণ্ডল। কেন্দ্রীয় সরকারের তরফে এক গেজেট বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিচারপতি মনোজিৎ মণ্ডল ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর অবসর নেবেন।

২০১৬ সালে সুপ্রিমকোর্টের কলেজিয়াম মহম্মদ নিজামুদ্দিনের নাম সুপারিশ করেছিল। ২০১৮ সালে তীর্থঙ্কর ঘোষ, হিরণ্ময় ভট্টাচার্য ও সৌগত ভট্টাচার্যের নাম সুপারিশ করে কলেজিয়াম। পাঁচ বিচারপতির মধ্যে মনোজিৎ মণ্ডল সিনিয়র জুডিশিয়াল অফিসার। নতুন পাঁচ বিচারপতিকে নিয়ে কলকাতা হাইকোর্টের মোট বিচারপতির সংখ্যা বেড়ে হল ৪১। যদিও কলকাতা হাইকোর্টে মোট বিচারপতি পদের সংখ্যা হচ্ছে ৭২। অর্থাৎ এখনও ৩১টি পদ ফাঁকা রয়েছে।

Advertisement

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

18 + 13 =