দেশ 

রথযাত্রার পর , মাইক বাজিয়ে সভা করার অনুমতি চেয়ে শীর্ষ আদালতে ধাক্কা খেল বিজেপি , মমতা সরকারের সার্কুলার মান্যতা পেল সুপ্রিম কোর্টে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রথযাত্রার পর এবার আবার একটি মামলায় সুপ্রিম কোর্টে কার্যত ঘাড়ধাক্কা খেলেন বিজেপি । পশ্চিমবঙ্গে ফেব্রুয়ারি ও মার্চ মাসে মাইক বাজিয়ে সভা-সমাবেশ করার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল বঙ্গ বিজেপি। আর এই আবেদন পত্রপাঠ খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত । আসলে বিষযটি  মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষার জন্য ২০১৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সরকার নিয়ম করে ফেব্রুয়ারি ও মার্চ মাসে লাউডস্পিকার বাজিয়ে কোনো সভা করা যাবে না। কারণ এই সময়টা স্কুল-কলেজের নানা পরীক্ষা থাকে, বোর্ডের পরীক্ষা থাকে।

সরকারের এই নিয়মের বিরুদ্ধেই শীর্ষ আদালতে আবেদন করেছিল বিজেপি। আর এই আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বলেছে, নির্বাচনী প্রচারের চেয়ে শিশুদের পড়াশোনা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফলে বঙ্গ বিজেপি মমতার অর্ডারের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে যে মামলা করেছিল তা খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।

Advertisement

বিজেপি আদালতে দাবি ছিল, লোকসভা নির্বাচনের আগে বিজেপির প্রচারকে স্তব্ধ করতে এই নিয়ম চালু হয়েছে। বিজেপির সমর্থনকে ভেস্তে দেওয়ার চেষ্টা করেছে রাজ্য সরকার। এছাড়া নির্বাচনের আগে কোনও দলের স্বাধীনতার অধিকারও এই নিয়মের ফলে ভঙ্গ হচ্ছে বলে আদালতে দাবি করে বিজেপি। যদিও আদালত এই বিষয়গুলিকে ততটা গুরুত্ব দেয়নি।

রথযাত্রা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করে খালি হাতে ফিরতে হয়েছিল দিলীপ-মুকুলদের । আর মাইক বাজানোর অনুমতি চেয়েও কার্যত ঘাড়ধাক্কা খেল শীর্ষ আদালতে বিজেপি । মমতা সরকারের এই জয় তৃণমূলকে আরও বেশি উজ্জীবিত করবে বলে রাজনৈতিক মহল মনে করছে ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

fifteen − seven =