জেলা 

প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধন হয়ে যাওয়া হাইকোর্টের সার্কিট বেঞ্চ আবার নতুন করে উদ্বোধন হবে ৯ মার্চ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কেন্দ্র –রাজ্য দড়ি-টানাটানির জেরে প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধন হয়ে জলপাইগুড়িতে হাইকোর্টের সার্কিট আবার নতুন করে উদ্বোধন হতে চলেছে বলে খবরে প্রকাশ ।  আগামী ৯-ই মার্চ ফের উদ্বোধন করা হবে সার্কিট বেঞ্চের৷

তবে ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন কিনা তা জানা যায়নি । শুক্রবারই জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের উদ্বোধন করেন মোদী৷ উদ্বোধনের প্রক্রিয়া ক্রমশ পিছিয়ে যাওয়ার জন্য বঞ্চনার অভিযোগ করেন তিনি৷ একযোগে তোপ দাগেন বিগত কংগ্রেস, বাম এবং বর্তমান তৃণমূল সরকারকে৷

Advertisement

জানা গিয়েছে, শুক্রবার হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধন প্রধানমন্ত্রীর হাতে হয়ে গেলেও তার ফের উদ্বোধন হবে৷ কারণ, গতকালের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি৷ ডাকা হয়নি হাইকোর্টের প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতি ও আধিকারীকদেরও৷ সার্কিট বেঞ্চের জন্য এখনও নিয়োগ করা হয়নি কোনও বিচারপতি ও আদালতের কর্মী৷ ফলে ৯-ই মার্চ ফের উদ্বোধন করা হবে সার্কিট বেঞ্চের৷ নিমন্ত্রণ  করা হবে মুখ্যমন্ত্রীকেও৷ এমনটাই স্থির করা হয়েছে হাইকোর্টের ভারপ্রাপ্ত বিচারপতির তরফে৷ তবে পূর্ব নির্ধারিত সূচী মেনে আগামী ১১-ই মার্চ আনুষ্ঠানিক কাজ শুরু হবে ওই সার্কিট বেঞ্চে৷সিবিআই, ভোটে ইভিএমের ব্যবহার সহ নানা ইস্যুতে কেন্দ্র রাজ্য মতপার্থক্য চরমে৷ সেই তালিকায় যুক্ত হয়েছিল জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধন বিতর্ক৷ রাজনৈতির মহলের ধারণা, উদ্বোধন হওয়া সার্কিট বেঞ্চের ফের উদ্বোধনের খবরে সেই বিতর্কে নতুন ইন্ধন জোগাল৷


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

2 × 4 =