কলকাতা 

দেশে ২ কোটি মানুষ কর্মচ্যুত হয়েছে , অথচ রাজ্যে ৪০ % বেকারত্ব কমে গেছে ; টিম ইন্ডিয়া শুধু মুখে বললে হয় না ; কাজ করতে হয় বাণিজ্য সম্মেলনের শেষ দিনে নাম না করে মোদীকে খোঁচা মমতার

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : গত এক বছরে দেশে ২কোটি মানুষ কর্মচ্যুত হয়েছে। অন্যদিকে রাজ্যে বেকারত্ব প্রায় ৪০শতাংশ হ্রাস করা হয়েছে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে এভাবে মোদী সরকারের সমালোচনা করলেন। তিনি আরও বলেন, টিম ইন্ডিয়া শব্দটা শুধু মুখে বললেই হয় না। এর জন্য কাজ করা প্রয়োজন।  বাণিজ্য সম্মেলনের সাফল্যের জন্য মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট সব সংস্থা, সরকারী আধিকারিক ও আগত অতিথিদের ধন্যবাদ জানান।

তিনি জানান,  এইধরনের বাণিজ্য সম্মেলন দেশের কোন রাজ্যেই হয় না। মুখ্যমন্ত্রী বলেন, আগে বিদেশী প্রতিনিধিরা এই সম্মেলনে শুধু বেড়াতে আসতেন। তবে এবছর তারা বাণিজ্য করার জন্য এসেছেন।  এদিকে পরে এক সাংবাদিক বৈঠকে অর্থমন্ত্রী অমিত মিত্র বিভিন্ন বিদেশী সংস্থার বিনিয়োগের পরিসংখ্যান দেন। তিনি জানান এবারের সম্মেলনে শুধু বাণিজ্যিক সংস্থা নয়, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে দেশের বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

Advertisement

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

18 − three =